গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কৌচাকুড়ি মৌজাস্থিত- সি এস ও এস এ দাগ ৭২০ নং এবং আর এস দাগ ১২২৫ নং দাগে মোট জমি ৯৯ শতাংশের কাত ৩৭.৫০ শতাংশের কাত ২৪.৭৮৫০ (চব্বিশ শতাংশ সাত আট অযূতাংশ পাঁচ শূন্য লক্ষাংশ) জমি কালিয়াকৈর সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি বায়নাকৃত। যাহার এস এ খতিয়ান-২২৯ ও আর এস খতিয়ান-৩৫৬। উল্লেখিত তফসিলের জমি ইতিমধ্যে মূল মালিকানা মালিকদের কাছ থেকে কালিয়াকৈর সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত একখানা বায়নাপত্র দলিল মূলে মোঃ লিয়াকত আলী মালিক হন। এমতাবস্থায় বায়নাপত্র দলিল গ্রহীতা মোঃ লিয়াকত আলী বলেন, যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার বায়নাকৃত জমির কোন রকম বৈধ কাগজপত্র পত্র দেখাতে পারেন তবে ০১৭৩৯-১৫৪৭৭৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
("বিক্রয়ের প্রস্তাবিত জমির মালিকানার বিবরণ- কোকন চন্দ্র বর্মন এস এ রেকর্ডে মালিক হইয়া ভোগ দখলে থাকাবস্থায় তাহার নিকট হইতে ডাক্তার আবু হানিফ গং ২৭/০৭/১৯৭১ইং তারিখে রেজিস্ট্রিকৃত ২০নং একখানা বিনিময় দলিল মূলে মালিক হইয়া তাহাদের নিজ নিজ নামে আর এস রেকর্ডের মন্তব্যের কলামে নিজ নিজ নাম রেকর্ড ভূক্ত করাইয়া ভোগদখলে নিয়ত থাকাবস্থায় তাহাদের মধ্যে তিনজনের নিকট হইতে আব্দুল খালেক মিয়া ০২/১১/১৯৭৪ ইং তারিখে ৭৮৫৩ নং একখানা সাব-কবলা দলিল মূলে এস এ ৭২০ নং ও আর এস ১২২৫ নং দাগে মোট ০.৩৭৫০ (সাইত্রিশ শতাংশ পঞ্চাশ অযূতাংশ) মালিক হইয়া ভোগ থাকাবস্থায় মৃত্যুবরণ করিলে তাহার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে মালিক হন একমাত্র স্ত্রী ইয়াতন নেসা ও চার ছেলে (১) মোঃ ইব্রাহিম খলিল (২) আনিছ মিয়া (৩) ইউনুছ হোসেন (৪) মোঃ শাহফুল আলম এবং দুই মেয়ে (১) নূর ভানু (২) লালবানু বেগম। এমতাবস্থায় স্বামী ও পিতার ওয়ারিশ সূত্রে রেখে যাওয়া জমি তাহাদের নিজ নামে নামজারি ও জমাভাগ এর নথি নং-৪৪০৮/১৯-২০, তারিখ-১১/০৬/২০ইং করিয়া খাজনা পরিশোধ করেন, যাহার হাল জোত নং-১৬২৮৩।
এরপর ইয়াতন নেসা ১৩/০১/২০২১ইং তারিখে মৃত্যুবরণ করিলে তাহার মালিকানা সম্পত্তির মালিক হন চার ছেলে ও দুই মেয়ে")।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর পত্রিকায় জমি বিক্রয়ের বিজ্ঞাপন দেখে উক্ত জমির কাগজপত্র যাচাই-বাছাই করে স্থানীয় সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত একখানা বায়নাপত্র দলিলে মালিক হন মোঃ লিয়াকত আলী।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০