পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত আটটার দিকে ভাঙ্গুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তায়। আহত যুবকের নাম মোঃ তানভীর আহমেদ শিমুল (২৭)। তিনি চৌবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সামছুল হকের ছেলে।
আহতের বাবা সামছুল হক শুক্রবার রাতে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মোঃ আশরাফ বিশ্বাস, মোঃ আতা বিশ্বাস, মোঃ আকাশ বিশ্বাস, মোঃ অনিক বিশ্বাস, মোঃ সোহান বিশ্বাসসহ আরও ৩–৪ জন বৃহস্পতিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, শিমুল শরৎনগর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তার পথরোধ করে ধারালো হাসুয়া, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায় ও ডান পা ভেঙে যায়।
এ সময় হামলাকারীরা তার হাতের দুটি স্বর্ণের আংটি, গলার স্বর্ণের চেইন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে। স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ও (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@