ছবি: সংগৃহীত
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং আগামীতে আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে সম্প্রতি এনসিপি নেতা নাহিদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, “আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।” তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সম্প্রতি দুর্গাপূজার সময় অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৭০০ জনেরও বেশি যারা এই দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে জিডি হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যারা এই অপকর্মে জড়িত, খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, “বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে বুদ্ধের অনুসারীরা কাজ করে যাচ্ছেন।”
বুদ্ধের বাণী উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মানুষকে মৈত্রীপরায়ণ, ক্ষমাশীল, নির্মোহ হতে হবে। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বৌদ্ধ ধর্মের পঞ্চশীল বুদ্ধের নির্দেশিত পাঁচটি মৌলিক নীতি, যা মানবজীবনকে সুনীতিপরায়ণ করে তোলে। এসব গুণাবলির চর্চা সমাজে অন্যায়, অবিচার, অপরাধ ও দুর্নীতি রোধে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দেশের সব বৌদ্ধবিহারে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০