গাজীপুরের কোনাবাড়ী কুদ্দুছ নগর এলাকায় ট্রাকচাপায় আব্দুর রহিম (৩৫) নামের এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে স্বাধীন গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বাগবাড়ি খুপিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্বাধীন ডাইং (প্রা.) লি.-তে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিউটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন আব্দুর রহিম। এ সময় একটি মালবাহী ট্রাক দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের অভাবের অভিযোগ তোলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “কুদ্দুছ নগর এলাকায় প্রতিদিন অসংখ্য ভারী ট্রাক ও যানবাহন চলাচল করে, কিন্তু কোন ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।”
কোনাবাড়ী থানার এসআই মো. রেজাউল করিম জানান, “দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটক করার চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”
এদিকে, নিহত শ্রমিকের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দুর্ঘটনাস্থলে শোক সমাবেশ করে দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@