বরিশাল জেলার গৌরনদী থানার একটি মাদক মামলায় নির্দোষ ব্যক্তিকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চম্পকনগর সাতরা দক্ষিণপাড়া এলাকার মোঃ আবুল কালাম (পিতা: আঃ মালেক) দাবি করেছেন, পূর্ব শত্রুতার কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর গভীর রাতে গৌরনদীর আশোককাঠী এলাকায় ডিবি পুলিশের নাটকীয় কায়দা কুমিল্লার সোর্স কালাম ওরফে কালা কে দিয়ে ডিবির এসআই হেলালের টাকা দিয়ে মিথ্যা মামলার অভিযানে ইয়াকুব আলী (পিতা: মৃত রহিম উদ্দিন) এবং মোঃ আবুল কালাম ওরফে কালা (পিতা: মৃত আলম মিয়া) মাদকসহ আটক হন। তবে অভিযুক্ত কালা সেদিন পালিয়ে যায়।
ভুক্তভোগী আবুল কালামের অভিযোগ, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। পূর্বের একটি ঘটনায় কালার সাথে তার বিরোধ সৃষ্টি হয়, যখন তিনি কালার মাদক পরিবহনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেই শত্রুতার জের ধরেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে।
এলাকাবাসী এবং জন প্রতিনিধিদের ভাষ্যমতে, আবুল কালাম একজন অটোরিকশা চালক এবং তার বিরুদ্ধে আগে কখনও কোনো ধরনের অপরাধের অভিযোগ ছিল না।
সম্প্রতি কুমিল্লা কোতোয়ালী থানার পুলিশ তার বিরুদ্ধে বরিশাল কোর্টের ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করতে এলে এলাকাবাসীর সুপারিশে তাকে কিছুদিনের সময় দেয়া হয়, যাতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন।
ভুক্তভোগী আবুল কালাম সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার এবং তার বিরুদ্ধে থাকা মিথ্যা মামলার নিষ্পত্তি দাবি করেছেন। মামলাটি বর্তমানে বরিশাল কোর্টে বিচারাধীন (জি-আর নং ২৬৪/২৩)।সময়ের অনুসন্ধান চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@