ব্যবসায়ী আবু সাহাদাৎ মোহাম্মদ কাউছার বলেন, একের পর এক মিথ্যা মামলা ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক চট্টগ্রাম সংবাদ নামক একটি ফেসবুক পেইজে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করার প্রতিবাদ জানাচ্ছি আমি,আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি...?
এমনকি দীর্ঘদিন আমাদের পরিবারের সাথে মোঃ ফরিদ প্রকাশ ভেট্টা গং এর সাথে জায়গা নিয়ে হামলা, মামলা সহ সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছেন...?
তবে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দফায় দফাই বৈঠকের মাধ্যমে সর্বশেষ সমাধান করেন গত ২৯/১/২০২৫ সালে, আমার বসতবাড়িতে সীমানা নির্ধারণ করা হয় উভয়পক্ষের উপস্থিতিতে মীমাংসা করা হয়।
স্থানীয়রা বলেন, কাওছারের নিজ বসতবাড়ি সাথে সংযুক্ত করিয়া পার্শ্ববর্তী লোকজন থেকে জায়গা নিয়েছেন কিন্তু কাওছারের সাথে মো: ফরিদ প্রকাশ ভেট্টা সঙ্গে জায়গার কোন সমস্যা নাই ও সম্পৃক্ততা নাই কিন্তু যা করছে তা অবশ্যই অন্যেয় করছে কাওছার ও তার পরিবারের উপর...?
দৈনিক চট্টগ্রাম সংবাদ নামক ফেসবুক পেইজে ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে একটি ভিডিও পোস্ট করেন, ভিডিওতে উল্লেখ্য করে বলেন, ফরিদ প্রকাশ ভেট্টা একজন অসহায় ব্যক্তি, আবার বলেন তার ঘরবাড়ি লুটপাট করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ১০ লক্ষ টাকার কয় ক্ষতি করেন, আড়াই ভরি স্বর্ণ লুট করেন এমন মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০