ঢাকা থেকে রাজশাহী গামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক নারী যাত্রী। স্টেশনে যথাসময়ে বিরতি না দিয়ে ট্রেন দ্রুত ছাড়ায় চলন্ত অবস্থায় নামতে গিয়ে তার হাত কেটে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত নারীর নাম সুফিয়া বেগম (৩০)। তিনি ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধঘণ্টা দেরিতে পৌঁছানো ধূমকেতু এক্সপ্রেস তখনো যাত্রী ওঠানামা চলাকালীন অবস্থায় দ্রুত রওনা হয়। এ সময় নামতে গিয়ে সুফিয়া বেগম পড়ে যান এবং ট্রেনের চাকায় তার হাত কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়।
এ সময় যাত্রীরা অভিযোগ করেন, ট্রেন নির্ধারিত বিরতি না দিয়ে দ্রুত ছাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে স্টেশন মাস্টার আল-মামুন বলেন, স্টেশনে সিগন্যাল না থাকায় চালক নিজ দায়িত্বে ট্রেন ছাড়েন। আমি টিকিট বিক্রির কাজে ব্যস্ত থাকায় সময় খেয়াল করিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@