এই বছর জাঁকজমকভাবে দূ্গাপূজা পালন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। দশানী গ্রামের পূজামন্ডবের সভাপতি (সুবল দাস) কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম তারা দীর্ঘ ৫০ বছর পর এই বছর জাঁকজমকভাবে শারদীয় দূর্গাপূজা পালন করেছে। তাদের আনন্দ চোখে মুখে ভেসে ওঠেছে। তাড়াছা উপজেলা প্রশাসন থেকে অনেক সহযোগিতা পেয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও সহযোগিতা করেছে। এই বছর দূর্গাপূজা পরিপূর্ণ করতে প্রত্যেকটি পূজামন্ডবে দায়িত্ব পালন করেছে উপজেলা ছাত্রদল।
বাঞ্ছারামপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্যামল সূত্রধর জানান, যে-কোন বছরের তুলনায় এ বার আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহের মধ্যদিয়ে সবগুলো মন্ডবে নির্বিঘ্নে পূজা উদযাপন করছি। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এবছর ১৩ টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৪১টি পূজামন্ডব তৈরি হয়েছে। দুর্গা পুজো শুধু একটি উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মা দুর্গার আগমন মানেই আনন্দ, আলো আর ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা। এই সময়ে সবাই চায় তার প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রতন সাহা বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব সফল করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছি। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নেতারা আর্থিক অনুদান ও সহায়তা দিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০