গত ১৪ /৮/২০২৫ইং রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে তাকে ধরে মৌচাক ফাঁড়ি পুলিশ পরে নিয়ে যায় জিরানী বাজার সেখানে রপা ধপা না হয়া তাকে ছেড়ে দেয় তার পরে সে বাসা আসে। বাসা হলো জিরানী বাজার বি, কে, এস,পি মাজার রোড। পল্লী বিদ্যুৎ সগে বাসা ভোর বেলা তাকে আবার ও নিয়ে চলে জায় আনুমানিক চারটা চল্লিশ তাকে আবার নিয়ে যায়। পড়ে তাঁর স্ত্রী বলে স্যার আপনারা আবার আসছেন কেনো তখোন ওই পুলিশ সদস্য তাঁকে বলে আপনি তো টাকা দিলে না তাকে এমন এক মামলা দিয়ে দেবো। পড়ে ওই পুলিশ ফোন নাম্বার দেয় পরবর্তীতে যে দেখা গেছে ডাকাতি মামলা দেয়। সারা জীবন জেলা হাজোতে পচে মরতে হবে।এই বিষয়টি নিয়ে অনুসন্ধানে আছেন দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@