ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন পরিবেশে চলছে মহা অষ্টমী পূজা । পূজার আচার শুরুর পর শঙ্খধ্বনি ও ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। ভক্তরা উপবাস রেখে দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন এবং দেশের কল্যাণ কামনা করেন।
এদিকে পূজার নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ । মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন,'সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে আমরা কাজ করে যাবো।' এ বছর জেলায় প্রায় ৫৮০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০