ওমর ফারুক : ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শ্রমিক সংঘ এলাকায় (শুক্রবার) বিকালে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিনিয়র কার্যনির্বাহী সদস আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনিবার্য। জনগণের রায়কে যথাযথভাবে প্রতিফলিত করতে এ পদ্ধতির বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ মাও: রুহুল আমিন বলেন,“আজকের এই কর্মসূচি জনগণের অধিকার আদায়ের লড়াইয়েরই অংশ। দমন-নিপীড়নের মধ্যেও ইসলামি আন্দোলন গণমানুষের পাশে আছে এবং থাকবে।”
এছাড়াও পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. মনিরুজ্জামান, বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, শ্রমিক কল্যান ফেডারেশন নেতা গোলাম মোস্তাফা, এইচ, এম, জাহিদুল ইসলাম সাদি, এইচ, এম ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল করিম মৃধা। বক্তারা একযোগে দাবি জানান—জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি গ্রহণ এবং পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০