ওমর ফারুক : মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুরের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় একটি র্যালি বের হয়। র্যালিটি হোটেল পশুর চত্বর থেকে বের হয়ে পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র্যালি। নৌ র্যালিতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন।
পরে হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলার সুন্দরবন জোন’র ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক মো. শাহজাহান খাঁন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো : ওমর ফারুক, পরিবেশবিদ নুর আলম শেখ, ট্যুরিস্ট ব্যবসায়ী আ. কাদের, মো. এমাদুল, মো. দেলোয়ার, মো. আনিসুর রহমান, মোংলা বন্দর বনিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাস্টারসহ পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০