ওমর ফারুক : জামায়াতে ইসলামী বাংলাদেশ মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মোংলার ১ নং জেটি এলাকায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর হযরত মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনিবার্য। জনগণের রায়কে যথাযথভাবে প্রতিফলিত করতে এ পদ্ধতির বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর, রামপাল-মোংলার গণমানুষের নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “আজকের এই কর্মসূচি জনগণের অধিকার আদায়ের লড়াইয়েরই অংশ। দমন-নিপীড়নের মধ্যেও জামায়াত গণমানুষের পাশে আছে এবং থাকবে।”
এছাড়াও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মোংলা পোর্ট পৌর শাখার আমীর এম এ বারী, পৌর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং নায়েবে আমীর হযরত মাওলানা মো. মনিরুজ্জামান সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশের সভাপতিত্ব করেন, মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী। বক্তারা একযোগে দাবি জানান—জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি গ্রহণ এবং পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০