বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অনেককে জেল ও জরিমানা করা হচ্ছে।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়কের ৯ কিলোমিটারের উভয়পাশের বৃক্ষরোপণ কর্মসূচী পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘গাছগুলো বড় হলে এই অঞ্চলের মানুষের গর্ব করার বিষয় হবে। এতে করে এখানকার ভূমি অধিকার রক্ষা হবে। তেমনিভাবে এটি সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন আরো বলেন,দীর্ঘদিনের অনিয়মের কারণে দুর্বৃত্তরা সমাজে যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, তারা পরিবেশের যেভাবে ক্ষতি করছে, বালু লুট করছে এর মাধ্যমে তারা দেশকে বিপদাপন্ন করছে এবং আমাদের জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশকে সুন্দর করে রাখবো।’
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@