ওমর ফারুক : দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পাঠক-সমর্থকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক কোহিনুর সরদার। তিনি বলেন, “জাতীয় দৈনিক হিসেবে আজকের দর্পণ শুধু সংবাদপত্র নয়, বরং সমাজের আয়না। এ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আজকের দর্পণের অবদান অনস্বীকার্য।”
বিশেষ অতিথির বক্তব্যে মোংলা প্রেসক্লাব সভাপতি মোঃ আহসান হাবিব হাসান বলেন, “জাতীয় পত্রিকা হিসেবে আজকের দর্পণ মাঠপর্যায়ের সংবাদ তুলে ধরে কেন্দ্রীয় পাঠকের কাছে পৌঁছে দেয়। এর মাধ্যমে কেন্দ্র ও প্রান্তের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী বলেন, “জাতীয় দৈনিক আজকের দর্পণ শুধু রাজধানী বা শহরনির্ভর নয়, বরং গ্রামের মানুষের কথাও তুলে ধরে। প্রান্তিক মানুষের সুখ-দুঃখকে জাতীয় পরিসরে প্রকাশ করাই এ পত্রিকার অন্যতম শক্তি।”
সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক বলেন, “আজকের দর্পণ দেশের সাংবাদিকতার জগতে সঠিক তথ্য, নিরপেক্ষতা ও সততার প্রতীক হয়ে উঠেছে। গণমানুষের কথা বলার যে অঙ্গীকার নিয়ে পত্রিকাটি যাত্রা শুরু করেছিল, আজও সেই অঙ্গীকার অটুট রেখেছে।”
অনুষ্ঠানে মোংলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নিয়ে জাতীয় দৈনিক আজকের দর্পণ এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০