আধুনিক প্রযুক্তিতে কাস্টমাইজড DTF প্রিন্টিং সেবা নিয়ে এলো StyleHub
শ্রীমঙ্গলে পোশাকপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল ‘StyleHub’। শহরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করেছে অঞ্চলের প্রথম LIVE PRINT গেঞ্জি দোকান, যেখানে সর্বাধুনিক DTF (ডাইরেক্ট টু ফিল্ম) প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের পছন্দমতো ডিজাইন ও লেখা সরাসরি কাপড়ে প্রিন্ট করার সুযোগ থাকছে।
কাস্টম ডিজাইনের অনন্য সুযোগ
StyleHub-এ গ্রাহকরা নিজের নাম, ব্র্যান্ড লোগো কিংবা ব্যক্তিগত যেকোনো ডিজাইন কাস্টমাইজডভাবে প্রিন্ট করাতে পারবেন। নিট ও কটন ফেব্রিকসহ যেকোনো সলিড কালারের ড্রপশোল্ডার এবং টি-শার্টে থাকবে মানসম্মত DTF প্রিন্টের সুবিধা।
উদ্বোধনে বিশেষ অফার
দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ফ্ল্যাট ২৫% ডিসকাউন্ট। পাশাপাশি অনুষ্ঠানের জন্য নেওয়া হচ্ছে প্রি-অর্ডারও। পাইকারি ক্রয়ের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে ০১৮৮৫৯০৭২২৫ নম্বরে।
উদ্যোক্তাদের প্রত্যাশা
StyleHub-এর এক মুখপাত্র বলেন,
“আমরা চাই শ্রীমঙ্গলের মানুষ ঢাকার মতো উন্নত মানের লাইভ প্রিন্টিং সেবা উপভোগ করুক। এক জায়গায় কাস্টম প্রিন্টিংয়ের সব সুবিধা দেওয়াই আমাদের লক্ষ্য।”
অবস্থান
StyleHub-এর শোরুমটি অবস্থিত—সৈয়দ ফসিউর রহমান মার্কেট, থানা মসজিদ গেইট সংলগ্ন, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল।
স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছে, StyleHub-এর এই উদ্যোগ শুধু ফ্যাশনপ্রেমীদের নয়, বরং তরুণ উদ্যোক্তাদের মধ্যেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@