পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির এক বিপজ্জনক কারখানায় পুলিশের অভিযান পরিচালিত হয়েছে, যা জনস্বাস্থ্য রক্ষায় একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযুক্ত কারখানার মালিক মো: সবুজ এবং তার বাবা মো: আছের আলী বহু বছর ধরে কেমিক্যাল মিশিয়ে নকল দুধ তৈরি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহ করছিলেন।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক মো: রেজাউল করিম চৌধুরী নেতৃত্বে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। তিনি জানান, ঘটনাস্থল থেকে ১৭৫ কেজি দুধ তৈরির কেমিক্যাল, ১০০ কেজি মিক্সার কেমিক্যাল, কস্টিক সোডা ও লবণ জব্দ করা হয়েছে। এসব কেমিক্যাল দিয়ে নকল দুধ উৎপাদন করা হতো, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানের খবর পেয়ে মালিক-বাবা পালিয়ে যায়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন—
“জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান পুলিশকে আরও দৃঢ় করেছে। খাদ্যে ভেজাল রোধে ভাঙ্গুড়া থানা সর্বদা তৎপর। এসআই মো: রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযান একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০