ঠাকুরগাওয়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এবং ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাটকা রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্মের সাবেক আহবায়ক সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্লাটফর্মের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক অ্যাড. মৌসুমি রহমান, বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার দে, আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা ঋতু, নাগরিক প্লাটফর্মের সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জুলিয়া আক্তার।
সভায় প্রকল্পের উন্নয়নমুখী  নানা কাজ, ইয়ুথ লেড ও সিভিক লেড কি কি হতে পারে, ইয়ুথ লেড এ সিভিক প্লাটফর্মের সংযুক্ততা এবং আগামী তিন মাসের কর্ম পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়
মো গোলাম রব্বানী,
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@