সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। ফাইল ছবি
১০৬ অনুচ্ছেদকে সংবিধানের এক ধরনের ‘বেড়াজাল’ হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এটি থেকে বের হওয়ার একমাত্র স্থায়ী সমাধান হলো বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির লিখেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে। গণঅভ্যুত্থান বা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে। ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে। এটাই একমাত্র স্থায়ী সমাধান।
পোস্টে মন্তব্যকারীদের প্রশ্নের জবাবও দেন তিনি। মোহাম্মদ মাসুদুর রহমান নামে একজন প্রশ্ন করেন, সরকার না মানলে আমরা কোর্টে যেতে পারি কিনা?
জবাবে শিশির মনির স্পষ্ট করে জানান, না। এটা কোর্টের কাজ নয়।
তিনি ইঙ্গিত দেন, এ ধরনের বিষয় রাজনৈতিক ও সাংবিধানিক স্তরে সমাধানের বিষয়। আদালতের এখতিয়ার এখানে প্রযোজ্য নয়।
প্রসঙ্গত, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত নিতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে। তবে এটি বাধ্যতামূলক নয় এবং তা আদালতের রায় নয়, কেবল পরামর্শ।
শিশির মনিরের বক্তব্য মূলত এই অনুচ্ছেদের সীমাবদ্ধতা ও কার্যকারিতা ঘিরে। তার মতে, জনগণের ক্ষমতা ও অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য নতুন ধরনের সাংবিধানিক কাঠামো দরকার, যা ১০৬ অনুচ্ছেদের সীমার বাইরে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@