ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে খাবারে বিষ প্রয়োগে ৩ হাজার ৫০০ শত হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের হাঁস খামারি মোঃ সামছু মিয়ার (৪৫ ) খামারে খাবারে বিষ মিশিয়ে ৩৫০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সংবাদ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় পরিকল্পিত ভাবে খামারে ঢুকে হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি তাদের চিনে ফেলে। এর মধ্যে বিষ মেশানো পানি ও ধান খেয়ে খামারে থাকা ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৫০০ হাঁস মারা যায়। এতে খামারির প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি সামছু মিয়া।
অভিযোগকারী সামছু মিয়া বলেন, আমি এই হাঁসের খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি। ২০/২৫ বছর যাবৎ আমি হাঁস পালনের সাথে জড়িত। বিষ দিয়ে আমার হাঁসগুলো মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম।
প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেন সামছু মিয়া।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন, মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@