বাগেরহাটের মোংলায় পরিবেশ রক্ষা, দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করা এবং সবুজ আন্দোলনকে গতিশীল করার প্রত্যয়ে গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা শাখার কমিটির আত্মপ্রকাশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশ কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। তিনি তার বক্তব্যে বলেন,
“আমাদের মাতৃভূমি অপার সম্ভাবনাময়। কিন্তু দুর্নীতি, পরিবেশ ধ্বংস ও সামাজিক অবক্ষয় আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। গ্রীন ফোর্স বাংলাদেশ দুর্নীতিকে না বলার পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করবে।”
বিশেষ অতিথি ছিলেন ডা. এস এম হক, ন্যাশনাল কো-অর্ডিনেটর, গ্রীন ফোর্স বাংলাদেশ এবং অধ্যক্ষ এস এম দাউদ, উপদেষ্টা, গ্রীন ফোর্স বাংলাদেশ (খুলনা বিভাগ)। বক্তারা সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং পরিবেশ রক্ষা, দুর্নীতি দমন ও সামাজিক ন্যায়ের পক্ষে আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতিত্ব করেন আহসান হাবিব হাসান, সভাপতি, গ্রীন ফোর্স মোংলা শাখা। তিনি বলেন,
“আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ রেখে যেতে। এজন্য স্থানীয়ভাবে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।”
আত্মপ্রকাশ ও সম্মেলনে বক্তারা একবাক্যে ঘোষণা দেন—
পরিবেশ ধ্বংস নয়, সবুজায়নের পথে অগ্রসর হতে হবে।
দুর্নীতিকে না বলতে হবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে।
জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: হাসান গাজী, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আমির হোসেন আমু, গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির উপদেষ্টা মো: মাহবুবুর রহমান মানিক, মো: হাবিবুর রহমান মাষ্টার, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মনি,বিএম ওয়াসিম আরমান, গ্রীন ফোর্স মোংলা কমিটির সহ-সভাপতি এটিএন নিউজের নিজাম উদ্দীন, গ্রীন ফোর্স মোংলা কমিটির সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস এর মোংলা প্রতিনিধি রাজু তালুকদার, গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা কমিটির নির্বাহী সদস্য মো: মতিয়ার রহমান রানাসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে নতুন কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০