ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের ব্যবসায়িক হাজী আলম মিয়াকে খুন করে তার একমাত্র ছেলে ফাহাদ হাসান। গত ৩ সেপ্টেম্বর রাতে তার নিজ বাড়িতে এসএস পাইপ দিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফান্দাউক এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম হাজী আলমের একমাত্র ছেলে ফাহাদ হাসানকে দোকান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে ফাহাদ তার পিতার হত্যার দায় স্বীকার করে। তার দেওয়া তথ্য থেকে আজ সকালে তার বাড়ির পুকুর থেকে হত্যার প্রায় ৩ ফুট লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন।
ফান্দাউক এলাকার স্থানীয় বাসিন্দা জাহের উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আমরা আতংকে ছিলাম, এখন আমরা স্বস্তি পেয়েছি। আমরা এই খুনির সবোর্চ্চ শাস্তি দাবী করছি, যেন এরকম মর্মান্তিক ঘটনা না ঘটে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০