ছবি: সংগৃহীত
বলিউডের আলোচিত দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার মামলায় তাঁদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। অর্থনৈতিক অপরাধ শাখা বলছে, অভিযুক্তরা বিদেশ ভ্রমণ করেন নিয়মিত, তাই তদন্ত ব্যাহত হতে পারে। এজন্যই সীমান্তে তাঁদের গতিবিধি আটকে দেওয়া হলো।
অভিযোগে বলা হয়েছে, এক ব্যবসায়ীকে ঋণ ও বিনিয়োগের নামে বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, শেষ পর্যন্ত প্রতারণার শিকার হন তিনি। জুহু থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
শিল্পা শেঠি চলচ্চিত্রে জনপ্রিয় মুখ হলেও, বর্তমানে বেশি সক্রিয় ব্যবসা ও রিয়েলিটি শোতে। রাজ কুন্দ্রার নাম অতীতেও বিতর্কে জড়িয়েছিল, বিশেষ করে অনলাইন কনটেন্ট ও অবৈধ ব্যবসার অভিযোগে। তাই নতুন করে এত বড় অঙ্কের প্রতারণার অভিযোগ ওঠায়, জনমনে কৌতূহল ও প্রশ্ন বেড়েছে।
পুলিশ বলছে, লুকআউট সার্কুলারের ফলে এখন থেকে শিল্পা ও রাজ কুন্দ্রা দেশ ছেড়ে যেতে পারবেন না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ভ্রমণ কার্যত সীমাবদ্ধ থাকবে। অভিযোগ প্রমাণিত হলে, আদালতে বড় শাস্তির মুখোমুখি হতে পারেন তাঁরা।
চকচকে গ্ল্যামারের আড়ালে যে এক অন্ধকার দিক রয়েছে, তা আবারও সামনে এল। মানুষ যাঁদের অনুকরণ করে, তাঁদের এমন অভিযোগে জড়িয়ে পড়া সামাজিকভাবে হতাশাজনক। এ ঘটনা আবারও মনে করিয়ে দিল- গ্ল্যামার মানেই সব সময় সততা নয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@