৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
ভৈরবে শিশু হত্যা মামলার প্রধান আসামি আলমগীর মিয়াকে র্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করছে।
ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার মামলার প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ জুন রাতে ভৈরব পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় ভাড়া বাসায় দেড় বছরের শিশু নুসরাতকে হত্যার অভিযোগ ওঠে। শিশুটির মা আয়েশা খাতুন (২৫) কে সেদিনই ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে। পরে নিহত শিশুটির দাদা আবুল কালাম বাদী হয়ে শিশু নুসরাতের মা আয়েশা ও তার পরকীয়া প্রেমিক আলমগীরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আয়েশা খাতুন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও নরসিংদী জেলার বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী। অপর আসামি আলমগীর মিয়া ভৈরবের শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের শাহ জাহানের ছেলে।
র্যাব জানায়, ওমর ফারুকের সাথে বৈবাহিক জীবনের কলহের কারণে আয়েশার সাথে আলমগীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের এপ্রিল মাসে আয়েশা তার স্বামীর বাড়ি ছেড়ে তিন বছরের ছেলে আলিফকে রেখে আলমগীরের সাথে লক্ষ্মীপুর এলাকায় ভাড়া বাসায় ওঠেন। ৭ জুন রাতে হঠাৎ শিশু নুসরাতের মৃত্যু হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত জানান, ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোবাইল ফোনে লুডু খেলার সময় শিবপুরের টান কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@