ঠাকুরগাও জেলায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মেহেনাজ ফেরদৌসি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান ত্বহা, ভেলাজান ফাজিল মাদ্রার অধ্যক্ষ খোরশেদ আলম, দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গির আলম, লাহিড়ি ফাজিল মাদ্রাসার ফজলে রাব্বি মো নুরুল ইসলাম, গড়েয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুজ্জামান শাহ প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গৃহিত পদক্ষেপ সহ কারিকুলাম কার্যক্রম জোরদার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০