বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।ছবি:
কুমিল্লায় সীমানা সংক্রান্ত জটিলতায় গভীর রাজনৈতিক সংকটে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে থাকা এ নেতার ভাগ্যের আকাশে যখন সূর্য উঁকি মেরেছে, ঠিক তেমনি এক মুহূর্তে আসন পুনর্বিন্যাসের ফাঁদে পড়ে নিজের আসন হারানোর শঙ্কা দেখা দিয়েছে। এতে ওই নেতার অনুসারীরা নানা আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। নতুন পুনর্বিন্যাসে মনির চৌধুরীর নির্বাচনী এলাকাকে তিনটি ভাগ করা হয়েছে। এদিকে সাবেক নির্বাচনী এলাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে নেতাকর্মীদের নিয়ে বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন ওই নেতা।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-১০ সংসদীয় আসনে মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা এবং মনোনয়ন নিয়ে অনুসারীরা ছিলেন নির্ভার। কিন্তু সংসদীয় আসন নতুন পুনর্বিন্যাসে মনির চৌধুরীর আসনকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এতে রীতিমতো রাজনৈতিক অঙ্গনে তিনি খেই হারানোর অবস্থায় পড়েছেন।
সূত্র জানায়, কুমিল্লা-১০ আসনের ৩টি উপজেলাকে আশপাশের ৩টি আসনের সাথে যুক্ত করা হয়েছে। আগে কুমিল্লা-১০ গঠিত ছিল সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে। এখন সদর দক্ষিণ ও লালমাই বাদ দিয়ে নতুন কুমিল্লা-১০ গঠিত হয়েছে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে। আর মনির চৌধুরীর নিজ উপজেলা সদর দক্ষিণকে কুমিল্লা-১১ আসনের সাথে যুক্ত করা হয়েছে। এতে তিনি এবং তার অনুসারীরা হতবাক হয়ে পড়েছেন। এদিকে আসন পুনর্বিন্যাস বহাল থাকলে মনিরুল হক চৌধুরীর মনোনয়ন এবং ভোটে জেতা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।
আরও পড়ুন
চাঁদপুরে আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা
চাঁদপুরে আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা
কারণ কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে জনপ্রিয় প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এবং দলটির নীতিনির্ধারণী ফোরামের অন্যতম নেতা ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। চৌদ্দগ্রামে তাহেরের শক্তিশালী দুর্গ রয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেন, নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে বুধবার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর নোয়াগাঁও চৌমুহনী হতে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে হাজারো নেতাকর্মী নিয়ে রাজধানী ঢাকা নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করা হবে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, আমার সদর দক্ষিণ উপজেলাকে প্রায় ৫০ কিলোমিটার দূরের চৌদ্দগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে রুখে দিতেই এ চক্রান্ত করা হয়েছে। আমরা আমাদের আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে আইনি লড়াই করবো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@