শরণখোলা উপজেলার রায়েন্দা হাসপাতাল গেটসংলগ্ন শাপলা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৯ আগস্ট) শাপলা ক্লিনিকে ওই নারীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের মাধ্যমে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। সিজারের ঘন্টা দের এক পরে মেরুদণ্ডের পেইন ওঠে। তখন ওখানকার দায়িত্ব সিল নারস জানায় ওটা সামান্য ব্যাথা টেনশনের কিছু নেই। কিন্তু কে জানতো যে সামান্য ব্যাথা তার জীবনে কাল হয়ে নামবে এবং মৃত্যুবরণ করবেন।
এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত নারীর পরিবারে নেমে আসে নিদারুণ দুর্দশা।
ঘটনার খবর পেয়ে পুলিশ, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ক্লিনিক প্রাঙ্গণে ছুটে আসেন। স্থানীয়ভাবে এ মৃত্যুকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@