চট্টগ্রাম: নগরীর দক্ষিণ হালিশহর ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু শিক্ষাঙ্গনেই নয়, আগামী দিনের সংগ্রাম-আন্দোলন এবং দেশ গঠনের প্রতিটি পর্বে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। এই ঐতিহ্য ছাত্রদলের, এটিই তাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “মেধাবীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের এগিয়ে নিতে হবে, রক্ষা করতে হবে। ছাত্রদল সবসময় মেধার বিকাশ ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামীতেও করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবূদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন— “সাফল্যের জন্য মেধা যেমন দরকার, তেমনি দরকার মূল্যবোধ ও নৈতিকতা। আগামী বাংলাদেশ গড়বে আজকের এই তরুণ প্রজন্ম।”
এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব জাবেদ ও ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সংগঠক সাদাফ কবির রুপি।
অনুষ্ঠানে ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, ইপিজেড থানা যুবদলের সাবেক আহ্বায়ক হুসেনী মোবারক রিয়াদ, সদস্য সচিব এ জে এম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষপর্যন্ত দক্ষিণ হালিশহর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার শত শত মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০