রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ফোন করেছেন এবং আশ্বস্ত করেছেন যে, ঘটনার পুরো তদন্ত করা হবে ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মিছিলের সময় উভয় পক্ষ একে অপরকে হামলার অভিযোগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিপেটা, ইটপাটকেল নিক্ষেপ এবং মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান।
শনিবার দুপুর ১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরুল হক নুরকে ফোন করে তার শারীরিক অবস্থা জেনে পরিস্থিতি বুঝেন। এ সময় নুর প্রধান উপদেষ্টাকে গতকালের সংঘর্ষের বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, এই ঘটনায় তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাতের কোনো সময় নুরুল নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। নুর বর্তমানে চিকিৎসাধীন, তার শরীরে কয়েকটি জখম রয়েছে এবং নাকের হাড়ও ভেঙেছে।
আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। তবে কিছু নেতাকর্মী এই অনুরোধ উপেক্ষা করে সহিংসতা চালান। তাদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও আক্রমণ হয়। সংঘর্ষের সময় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০