পুলিশ জানায়,রাতে পরিত্যাক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের দোতলায় হাত পা বাধা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। যুবকের পড়নে প্যান্ট ও গেঞ্জি রয়েছে। হত্যাকান্ডের কারণ উৎঘাটনে কাজ করছে পুলিশ।
অপরদিকে আশুলিয়ায় অপহরণের ১৩ দিন পরে পাঁচ বছর বয়সী শিশু জোনাইদ হোসেনের হাড় গোর উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার শ্রীপুরের একটি জঙ্গল থেকে তার হাড় গোড় উদ্ধার করে র্যাব ৪।
সাভার র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার নাজমুল ইসলাম জানান,গেল ১৬ আগষ্ট আশুলিয়ার শ্রীপুরের নিজ ভাড়া বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করেন প্রতিবেশী মোরছালিন। পরে চল্লিশ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে সরোধ করে হত্যা করে লাশ একটি জঙ্গলে ফেলে দেয়। এঘটনায় আশুলিয়া থানায় অপহরণের একটি ডায়রি করা হলে র্যাব ৪ আজ সন্ধ্যায় অপহরণকারী মোরছালিনকে শ্রীপুর ফারুকনগর থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিত্বে রাতে শ্রীপুরের একটি জঙ্গল থেকে শিশুটির হাড়
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@