ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া এলাকার নাসিরনগর -সরাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড থেকে পাঁচজন যাত্রী নিয়ে নাসিরনগর সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজির সাথে অপর দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম আমিন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সেলিম মিয়া (২৭) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহত সিএনজির যাত্রী, আমিনুল ইসলাম আমিন (৪০) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে ও আহতরা হলেন ফেনির বাসিন্দা করিম (৩২) ও তার বন্ধু সাগর মিয়া (২১) , হবিগঞ্জের লাখাইয়ের অর্জুন দাস (৫৫) ও তার স্ত্রী দিপালী (৪৫) নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের চালক সেলিম মিয়া(২৭) আহত হয়েছেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০