মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার সোবহানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রাজু আহমেদের বাড়ির ভাড়াটিয়া সৌদি প্রবাসী হাসিব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রবাসী স্বামী হাসিব হোসেনের সঙ্গে অভিমান করে আজ বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী নীলা বেগম। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন পেয়ে সন্ধ্যারাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলম জানান, স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরের বৈদ্যুতিক পাখার (ফ্যান) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@