মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ-ডাকাতদলের হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার (২৫ আগস্ট) পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের মধ্যে গোলাগুলি প্রায় ত্রিশ মিনিট ধরে চলে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
উপদেষ্টা জানান, খাল দখলকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন এবং বলেন, খাল দূষণ ও দখলের ঘটনায় সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খালের পাড় যেন দখল না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০