শোয়েব হোসেন ----
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংসদীয় পরিষদের ৭ দফা দাবির অংশ হিসেবে গাজীপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রায় ৮ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. কারিগরি শিক্ষাকে ১২ শ্রেণি সমমান ঘোষণা,
২. সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৫০% পদে পদোন্নতি নিশ্চিত করা,
৩. যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন,
৪. সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন,
৫. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবী পরিবর্তন ও পেশাগত সমস্যার সমাধান,
৬. প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি,
৭. জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।
সংগঠনের নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়ন হলে কারিগরি শিক্ষার মান উন্নত হবে, শিক্ষার্থীরা উপকৃত হবে এবং দেশ দক্ষ মানবসম্পদ অর্জন করবে।
গাজীপুর জেলা সংসদ পরিষদের সভাপতি প্রকৌশলী মো. আমানত হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হুমায়ুন আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০