পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ সোহেল হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহেল হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই আলী আকবর শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় উপজেলার বড় মাছুয়া বাজারের ব্রিজের ঢালের রাস্তা থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০