সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক নাঈম। গত ২০ আগস্ট, বৃহস্পতিবার রাতে অনলাইনের মাধ্যমে তিনি এ জিডি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়, শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামের বাসিন্দা মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ জহিরুল ইসলাম, যার ফেসবুক আইডি ‘SM Jaherul Islam’ – তিনি উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক নাঈমের বিরুদ্ধে অসত্য তথ্য ও মানহানিকর পোস্ট ছড়াচ্ছেন।
সাংবাদিক নাঈম গাজীপুর জেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক দেশ বর্তমান পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিডির বরাতে নাঈম বলেন,“পূর্বের একটি দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ‘SM Jaherul Islam’ নামক ফেসবুক আইডি থেকে আমার সম্মানহানিকর, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পোস্ট করা হচ্ছে। এর মাধ্যমে আমার পেশাগত জীবন ও সামাজিক অবস্থান ক্ষতির মুখে পড়েছে।”
তিনি আরও জানান, গত ২৯ জুন দৈনিক দেশ বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদনে জমিজমা নিয়ে প্রতারণার অভিযোগ প্রকাশিত হয়। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত আক্রোশে এই অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক অরূপ কুমার বিশ্বাস বলেন,“সংবাদকর্মী নাঈমের পক্ষ থেকে ফেসবুকে অসত্য ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@