২৪ এর গণঅভ্যুত্থানে পরাজয় বরণ করে ফ্যাসিস্ট হাসিনা চোরের মত লেজ গুটিয়ে ভারতে পালানোর পর থেকেই একটি মহল ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস ধামাচাপা দেওয়ার পায়তারায় ব্যস্ত। এবার সেই বিষয়টি নিয়েই গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমজনতার দলের শীর্ষ নেতা তারেক রহমান। এসময় জামায়াতের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘জামায়াত যদি বলে ৭১‘র যুদ্ধ ভারতের যুদ্ধ, তাহলে জামায়াত ভারতের দালাল।’
এসময় তিনি আরও বলেন, ‘৭১ এর যুদ্ধে আমাদের পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের বাপ-দাদারা খুন হয়েছে। ’ এরপর তিনি বাঙ্গালী জাতির সাহসিকতার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘বাংলাদেশ সাহসী সন্তানদের দেশ, এখানে কেউ অন্যায়ের সাথে আপোষ করেনি।’ এরপর তিনি মাস্টারদা সূর্য সেনের বৃটিশদের বিরুদ্ধে সহসিংস আন্দোলনের কথা তুলে ধরে বলেন, ‘মাস্টার দা সূর্য সেন আমাদের চট্রগ্রামের সন্তান আমাদের সন্তান, ভারতের নয়।’
এরপর তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট পিনাকী ভট্রাচার্যের বিষয়ে বলেন, ‘সাংবাদিক ইলিয়াস ও পিনাকী মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভুলণ্ঠিত করতে চেষ্টা করেছে। ম্ুিক্তযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি। আওয়ামী লীগ সেখানে (৭১ এর মুক্তিযুদ্ধে) হাল ছেড়ে চলে গিয়েছিলো। তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং এই গৌরাবান্বিত স্মৃতি এত সহজে মাটিতে মিশতে দেওয়া যাবে না।’
এরপর তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দাড়ি-টুপি ওয়ালাদের ওপর আক্রমণের ব্যাপারে সরাসরি জামায়াতের দিকে দ্বায় চাপান। আর যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে তাদের বিষয়ে বলেন, ‘লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে ২ হাজারে এনেছে, ১০ বছর পর বলবেন বাংলাদেশে কোন যুদ্ধই হইছিলো না। আরও বলবেন জামায়াত মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। আর বলবেন গোলাম আজম বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ।’
আমজনতার তারেক প্রতিবেশি ভারতের প্রসঙ্গে বলেন, ‘ভারত সবসময়ই আমাদের বিপদে ফেলতে চায়। যদি আমরা তাদের সুযোগ দেই তাহলে তারা সেই সুযোগ পাবে। ভারতের আমাদের গিলে ফেলার স্বক্ষমতা নেই। ৭১‘র যুদ্ধে আমরা নিজেদের সক্ষমতায় জিতেছি। ভারতের সক্ষমতায় নয়।’
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০