খাগড়াছড়ির রামগড় উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।
নিহতরা হলেন আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
ওসি জানান, “বুধবার রাতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে তখন শুধু মা ও মেয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, বর্তমানে মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। ক্রাইম ইউনিট আলামত সংগ্রহের কাজ শেষ করলেই লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
এদিকে এ নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০