নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, “বাংলাদেশ বর্তমানে মিঠা ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর ইলিশ উৎপাদনে বাংলাদেশ এক নম্বরে রয়েছে। এ অর্জন আমাদের জাতীয় গর্ব। মাছ শুধু অর্থনৈতিক উন্নয়নের খাত নয়, বরং আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অন্যতম উৎস।”
তিনি আরও বলেন, পৃথিবীর উন্নত দেশগুলো এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ প্রাণিজ আমিষ আসে মাছ থেকে। মাছের ফ্যাটি এসিড, ওমেগা-থ্রি ও ভিটামিন মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। সুস্থ দেহ গঠন ও পুষ্টি চাহিদা পূরণে মাছের ভূমিকা অপরিসীম।
তারা আরও বলেন, খাল, বিল, নদী-নালা ও ডোবা-জলাশয় সংরক্ষণ করে এগুলোকে মাছের অভয়াশ্রমে পরিণত করতে হবে। সচেতনতার মাধ্যমে এগুলোকে চাষাবাদের উপযোগী করে তুলতে হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষ স্বাবলম্বী হয় এবং দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে।
বক্তারা চাইনিজ কারেন্ট জালের ব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।আলোচনা অনুষ্ঠান শেষে এলাকার শ্রেষ্ঠ মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরিশেষে সকলের জন্য দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী কর্মসূচি সফলভাবে সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০