হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে কসমেটিকস পন্যের দোকানে চুরির ঘটনা ঘটেছে । ১৫ আগস্ট শুক্রবার রাতে আজমিরীগঞ্জের লালমিয়া বাজারে রায়েল কসমেটিকসে উক্ত চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষ টাকার কসমেটিকস মালামাল চুরি হয়েছে বলে দাবী ব্যাবসায়ীর।
ব্যাবসায়ী রায়েল মিয়া জানান আমি রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই, পরের দিন ( ১৬ আগষ্ট ) সকালে আনুমানিক ১০ টায় এসে দোকানের দরজা খুলতে চেষ্টা করলে দেখতে পাই, দরজা ভেতর দিয়ে বন্ধ রয়েছে, আমি অবাক হয়ে অন্য দোকানের পেছনে গিয়ে দেখতে পাই দোকানের পেছনের দরজা ভাঙ্গা রয়েছে। ধারনা করা হচ্ছে চুর পেছনের দরজা দিয়ে ঢুকে পুকুর দিয়ে নৌকার সাহায্যে মালামাল নিয়ে যায়। এই প্রতিবেদনটি লেখাকালীন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@