১৬ আগস্ট ২০২৫, শনিবার,
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কুলিয়ারচর থানার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—উপজেলা বিএনপি সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাৎ হোসেন শাহ আলম, উপজেলা আলেম ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক এবং বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন নান্টু প্রমুখ।
বক্তারা বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও জুয়াসহ বিভিন্ন অপরাধ নির্মূলে জনসচেতনতা তৈরি করতে হবে। সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে জনগণকে পুলিশের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০