১০ আগস্ট ২০২৫, রবিবার,
ভৈরবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ হালিম মিয়া (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে নৌ-থানা পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে মেঘনা ব্রিজ এলাকায় পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। আটক হালিম সুনামগঞ্জ সদর থানার ডলুরা গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানায়, পাঁচ বস্তা জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানির ঔষধ ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯৬ হাজার টাকা। ওসি রাশেদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে এ চক্র নদীপথে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত হালিমের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@