গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিঁপড়াসিট এলাকায় মাছের খামার'কে কেন্দ্র করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওই মৎস্য খামারের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী মজিবর রহমান উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিবাদী সেলিম মিয়া (৪০), পিতা- মৃত হযরত আলী, গ্রাম: পিঁপড়াসিট, তিনি সহ আরও ৭ থেকে ৮ জন সন্ত্রাসী জোরপূর্বক সম্পূর্ণ অন্যায় ভাবে ২২ একর জমির উপর নির্মিত আইডিয়াল মৎস্য খামারটি চাষাবাদ করে ভোগ দখল করে এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতা বলে খামারের আওতায় জমির মালিকদের কোন প্রকার জমির ভাড়া পরিশোধ করে নাই।
বাদী মজিবর রহমান তার অভিযোগে আরো উল্লেখ করেন বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর মৎস্য খামারের আওতাধীন জমির মালিকগণ গাবচালা এলাকার তালেব আলীর ছেলে নাজিম উদ্দিন এবং নয়াপাড়া এলাকার চানমিয়ার ছেলে আয়নাল হকের নিকট ছয় বছরের জন্য ভাড়া দেন কিন্তু ১ নং বিবাদী সেলিম মিয়া আত্মগোপনে থেকে ওই মাছের খামারটি দখল করার জন্য আনিসুর রহমান (৪২), জসীমউদ্দীন (৩৩), মিনহাজ উদ্দিন (৫০), মাসুদ রানা(৪৫), আব্দুস সালাম(৪৫), সর্ব সাং পিপড়াসিট সহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন গত ৫ জুলাই সকালে ভেকু নিয়া ওই আইডিয়াল মৎস্য খামারটি দখলে নেয়ার পাঁয়তারা করে। সংবাদ পেয়ে বর্তমান যারা লিজ নিয়ে মৎস্য খামারটি পরিচালনা করছেন তারা বাঁধা প্রদান করেন এবং পরবর্তীতে কালিয়াকৈর থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে ভেকুটি জব্দ করেন।এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী সেলিম মিয়া ও অভিযোগে উল্লেখিত বিবাদীরা আইডিয়াল খামারের জমি লীজ গ্রহীতাদ্বয় নাজিমুদ্দিন ও আয়নাল হক সহ ৫২জনের নিকট প্রতি শতাংশে ৪০০ টাকা করে ৮ লক্ষ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পরিবারসহ খুন জখমের ভয় ভীতি ও হুমকি প্রদান করেন। এ ব্যাপারে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গত এক আগস্ট বাদীর দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং ৩ নং আসামি পিঁপড়াসিট এলাকার জমির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(৩৩) কে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০