২ আগস্ট ২০২৫, শনিবার, ৩:১১ অপরাহ্ন
ভৈরবে হাসপাতালে যাওয়ার পথে হার্টের রিং পরানোর লক্ষাধিক টাকা ও মালামাল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের সময় রিকশায় থাকা রোগী ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করা হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার সকাল পৌনে ৬টার দিকে ভৈরব পৌর কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হন ভৈরব পুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আমির আলী ও তার পরিবারের সদস্যরা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসার টাকাই লক্ষ্য ছিল
আহত আমির আলীর ছেলে ফারদিন খান পুলক জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। ডাক্তাররা রিং পরানোর পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী আজ সকালে প্রায় এক লক্ষ টাকা নিয়ে রওনা দিই। কিন্তু ভৈরব রেলস্টেশনের কাছে পৌর কবরস্থানের সামনে পৌঁছামাত্র ওৎ পেতে থাকা ছয়জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে।
তিনি আরও বলেন, তারা আমাদের ওপর ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের মারধর করে দুইটি ব্যাগে থাকা চিকিৎসার টাকা, তিনটি মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগ করছেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সকালবেলা এমন ছিনতাইয়ের ঘটনা ভৈরবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে স্পষ্টভাবে তুলে ধরে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@