হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২০২৩-২৪ সালের মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় স্রেষ্ট ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ২৪ জনকে সার্টিফিকেট ক্রেস্ট ও ( পূর্বেই ) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩০ জুলাই বুধবার দুপুর সাড়ে ১১ টায়
আজমিরীগঞ্জ উপজেলা মিলনায়তনে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজমিরীগঞ্জ এ, বি ,সি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহারের সঞ্চালনায় ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হৃষিকেশ দাস,
এস,এস,সি ও দাখিল পরিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার, ও এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা ( পূর্বে ) সহ ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে এই ধারা অব্যাহত রাখার আহবান জানান, এবং শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে এ,এ,বি,সি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুখন চন্দ্র সূত্রধর, জলসূখা কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মিয়া ধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তপন কুমার তালুকদার, পশ্চিম ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইদুল ইসলাম, বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক, অভিভাবক, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@