হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আজিম নগর লম্বাহাটিতে মাদক সেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এলাকাবাসী। এলাকার যুবসমাজের উদ্যোগে এবং মুরুব্বিদের সহযোগিতায় শুক্রবার রাত ১০.৩০ মিনিটে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মাদক সংক্রান্ত অপরাধ ও এর ভয়াবহ প্রভাব নিয়ে গভীর আলোচনা করা হয়।
সালিশে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সেক্রেটারি মো : কুতুব উদ্দিন , বিশিষ্ট মুরুব্বী মো : তাহের মিয়া ,মো : সামসু মিয়া ,মো : আহমেদ মিয়া ,আফসার মিয়া ,মো : রাজু মিয়া ,মাসুদ রানা,নাঈম মাহমুদ সহ এলাকার মুরব্বী ও যুবকরা ।
সালিশে উপস্থিত মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে এলাকার সুনাম নষ্ট করছে। এর ফলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
এলাকার সুনাম রক্ষার্থে ও মাদকমুক্ত করতে মুরুব্বি ও যুবকদের সম্মতি ক্রমে সালিশে
চিহ্নিত সকল মাদক সেবী ও কারবারিকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করেন ও ভবিষ্যতে কেউ মাদক সংক্রান্ত কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ,মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয় যুবক ও প্রবীণদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।
এলাকার মুরুব্বিরা জানান, “আমরা আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে চাই। মাদক কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই নোংরা কাজে জড়িত, তারা এলাকা ছেড়ে চলে যাক।"
স্থানীয় যুবকরা বলেন, “এ উদ্যোগ শুধু আমাদের এলাকার জন্য নয়, পুরো সমাজের কল্যাণে। মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ প্রশংসনীয় উদ্যোগ হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজিম নগর সহ পুরু আজমিরীগঞ্জ তথা পুরু বাংলাদেশ একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@