ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে সমাপনী বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা শহরের ধানমন্ডিতে অবস্থিত ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়।
ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছু সময় হাসপাতালে অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ-খবর নেন এবং জামায়াত আমিরের সুস্থতা কামনা করেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, "ডা. শফিকুর রহমান একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার দ্রুত সুস্থতা কামনা করি। দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলা প্রয়োজন।"
সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য ও সমন্বয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০