ছবি: সংগৃহীত
ইউক্রেনের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কম থাকলেও 'ডার্টি বোমা' তৈরির সম্ভাবনা রয়েছে। কেননা দেশে প্রচুর পরিমাণে পারমাণবিক বর্জ্য রয়েছে। ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী নিকোলে আজারভ রুশ বার্তা সংস্থা বার্তা সংস্থা তাসকে এ কথা বলেছেন।
আজারভের ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউক্রেনের প্রধানমন্ত্রী ছিলেন। তার মতে, বর্তমানে ইউক্রেনের সক্ষম পারমাণবিক অস্ত্র তৈরির বৈজ্ঞানিক সম্ভাবনার অভাব রয়েছে। তবে কিয়েভ সরকার 'ডার্টি বোমা' তৈরির আশ্রয় নিতে পারে।
তিনি উল্লেখ করেন, 'একটি ডার্টি বোমা তৈরি করা সম্ভব, কারণ আমাদের কাছে পারমাণবিক জ্বালানি থেকে বর্জ্যের প্রচুর মজুদ রয়েছে। সম্ভবত এমন সম্ভাবনা রয়েছে।
কিন্তু ইউক্রেনের তত্ত্বাবধায়করা, উদাহরণস্বরূপ ব্রিটিশরা - এত বোকামি করবে বলে আমি মনে করি না। আমি মনে করি না, তারা এটা হতে দেবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০