এসএসসি ২০২৫ পরীক্ষায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী নিবিড় কর্মকার-কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিবিড় ও তার মা-বাবার হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
নিবিড় কর্মকার চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফল করে জাতীয় পর্যায়ে সাড়া ফেলেছেন।
জেলা পুলিশ সুপার বলেন—
"নিবিড়ের এই অনন্য কৃতিত্ব শুধু তার পরিবার নয়, গোটা চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। আমরা চাই, এই সাফল্য দেশের সব শিক্ষার্থীর মধ্যে উৎসাহ জাগাক।"
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০