মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম উপজেলার সোনাতলা গ্রামের মো. সবুর মুন্সির স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশিদা বেগম নলবুনিয়া গ্রামে ভাইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজৈর বাসস্ট্যান্ডে পৌঁছালে ‘বি এম লাইন’ নামের একটি বাস যাত্রী নামিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, “বাসটি ঘোরানোর সময় রাশিদা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ করা হয়েছে এবং মৃতদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থার অভাব এবং অপরিকল্পিতভাবে বাস পার্কিংয়ের কারণেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০